পরম করুনাময় আ্ল্লাহ তায়ালা সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত মানুষ প্রানপন চেষ্টায়, শিক্ষার মাধ্যমে নিজেকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলাধীন গড়াই নদীর তীরে আজপাড়া গাঁয়ে অবস্থিত অত্র বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও সীমিত সাধ্যকে উপেক্ষা করে, বিগত ০১/০১/১৯৭২ সালে স্থপিত হয়।
পরম করুনাময় আ্ল্লাহ তায়ালা সর্বোত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত মানুষ প্রানপন চেষ্টায়, শিক্ষার মাধ্যমে নিজেকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। শিক্ষা তথা জ্ঞান, বিদ্যাহীন মানুষ আর হিংস্র বন্যা প্রানীর মধ্যে খুব একটা প্রভেদ খুজে পাওয়া দুষ্কর। শিক্ষা আহরনের মাধ্যমে মানুষ হয়ে উঠে কর্ম দক্ষ, আত্ন প্রত্যয়ী, সৎ চরিত্রাবান, ধৈর্য্যশীল, দেশ প্রেমিক,পরোপপকারী ইত্যাদি মজহান মানবীয় গুনের অধিকারী। কুষ্টিয়া জেলার, খোকসা উপজেলাধীন গড়াই নদীর তীরে আজপাড়া গাঁয়ে অবস্থিত অত্র বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ও সীমিত সাধ্যকে উপেক্ষা করে, বিগত ০১/০১/১৯৭২ সালে স্থপিত হয়।
বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান কমিটির তথ্যঃ
ক্রমিক নং |
নাম |
পদবী |
গ্রামের নাম |
০১ |
জনাব মোঃ আব্দুল আজিজ |
সভাপতি |
বনগ্রাম |
০২ |
নজরুল ইসলাম |
সদস্য সচিব (প্রধান শিক্ষক) |
বনগ্রাম |
০৩ |
আবুল বাসার আব্দুল হাই |
শিক্ষক প্রতিনিধি |
বনগ্রাম |
০৪ |
মোঃ তবারেক আলী |
শিক্ষক প্রতিনিধি |
বনগ্রাম |
০৫ |
মোছাঃ রাশিদা খাতুন |
শিক্ষক প্রতিনিধি (মহিলা) |
বনগ্রাম |
০৬ |
মোঃ আইউব আরী |
অভিভাবক সদস্য |
বনগ্রাম |
০৭ |
মোঃ মুক্তার আলী |
সদস্য |
বনগ্রাম |
০৮ |
মোঃ আসরাফ হোসেন |
সদস্য |
বনগ্রাম |
০৯ |
আবু বক্কর মোল্লা |
সদস্য |
বনগ্রাম |
১০ |
জাহানারা খাতুন |
সদস্য |
বনগ্রাম |
১১ |
মোঃ মইন উদ্দিন বিশ্বাস |
দাতা সদস্য |
বনগ্রাম |
১২ |
মোঃ মোকারম হোসেন বাচ্চু |
সদস্য |
বনগ্রাম |
শিক্ষার মান আরও ভাল করার জন্য শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।
বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়
গ্রামঃ বনগ্রাম, ডাকঘরঃ বনগ্রাম, ইউনিয়নঃ বেতবাড়ীয়া
খোকসা, কুষ্টিয়া।
মোবাইল নং- ০১৭৫৮-০১৯০২৯ (প্রধান শিক্ষক)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস